Bangla Hunt Digital

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

মালদা: মানিকচকে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে মালদার মানিকচকের পশ্চিম নারায়নপুর এলাকায়। জানা গেছে মৃত নাবালিকার নাম খুশি মন্ডল(১১)।নারায়নপুর হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত সে। বাবা কৃষ্ণ মন্ডল। পেশায় দিনমজুর।

ঘটনা সম্পর্কে জানা গেছে,বৃহস্পতিবার গ্ৰামের অনান্য বন্ধুদের সাথে স্থানীয় গঙ্গানদীতে স্নান করতে যায় খুশি। জলে নামতেই পা ফসছে গভীর জলে তলিয়ে যায় সে। পুরো ঘটনা অনান্যদের নজরে আসতেই চাঞ্চল্য ছরিয়ে পরে এলাকা জুড়ে। এরপর উদ্ধারের কাজে ঝাপিয়ে পরেন এলাকার বাসিন্দারা। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় খুশি উদ্ধার করা সম্ভব হয়। তরিঘড়ি মানিকচক গ্ৰামীন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তরিঘড়ি ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে খবর।