বাংলাহান্ট ডেক্সঃ হাতে আর মাত্র দু মাস, শারদ উৎসবের আনন্দ মাতবে বাংলা। তার আগে খুঁটি পুজোর হাত ধরে শহরে উৎসবের ছোঁয়া লাগতে শুরু করেছে। বৃহস্পতিবার ধুমধাম করে পুজোর সূচনা হয়ে গেল কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবে (Durga Puja 2024)। কাঁচরাপাড়ার দুর্গাপুজো গুলির মধ্যে বিগত কয়েক বছর ধরেই নজর কেড়েছে কালিনগর রোড আমরা সবাই ক্লাব। এবার ৫০ বছরে তাদের নিবেদন ‘বিশ্বরূপে বিশ্বজনীন’।
ক্লাবের সম্পাদক খোকন মজুমদার জানান, তাঁদের এ বারের পুজো পুরোপুরি থিম পুজো নয়, আবার পুরোপুরি সাবেকি পুজোও নয়। দুটোর মাঝামাঝি। পুরাতনের সঙ্গে নতুনত্বের মেলবন্ধন।
কীভাবে যাবেন : কাঁচরাপাড়া স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে অজন্তা শোরুমের বিপরীতে গলিতে এই পুজো।
ভাবনা : বিশ্বরূপে বিশ্বজনীন
ভাবনায় এবং প্রতিমা শিল্পী : সুদীপ ঘোষ