প্রায় ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদে কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে যাবতীয় তথ্য স্পষ্ট করেছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। কী কী বললেন তিনি?
‘আমার সঙ্গে কোনও দলের কোনওদিন কোনও আর্থিক লেনদেন হয়নি। কুন্তল নিজেকে সমাজকর্মী বলে পরিচয় দিত’, ইডির কাছে জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি করেছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। কুন্তলের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়নি বলে দাবি করেছেন সায়নী ঘোষ। ঋণ সংক্রান্ত কাগজপত্র আনতে বলা হয়েছিল কিন্তু তিনি আনেননি বলে দাবি করল ইডির আধিকারিকরা। গতকাল প্রায় ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বুধবার আবার সায়নী ঘোষকে তলব করা হল ইডির দফতরে। নেত্রীর বয়ানের সঙ্গে তদন্তকারীদের হাতে থাকা নথি ও প্রমাণ খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। তাহলে কি কোনও অসঙ্গতি খুঁজে পেল আধিকারিকরা?