কাঁচরাপাড়া: শনিবার গভীর রাতে কাঁচরাপাড়ার দিনবসু লেনের মুখে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তার ওপর ঠিকমতো বসানো না হওয়া পাইপলাইনের মাটির ঢিবিতে ধাক্কা লেগে ছিটকে পড়েন এক মোটরসাইকেল আরোহী। গুরুতর মাথার চোটে জ্ঞান হারান তিনি। দ্রুত স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১২টা নাগাদ লক্ষ্মী সিনেমা হলের দিক থেকে গান্ধী মোড়ের দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। শুক্রবার রাতে দিনবসু লেনের মুখে K.G.R পথে পাইপ বসানো হয়েছিল। অভিযোগ, কাজ শেষে মাটি ঠিকমতো চেপে বসানো হয়নি। ফলে রাস্তার একটি অংশ অস্বাভাবিকভাবে উঁচু হয়ে ছিল। রাতের অন্ধকারে তা বুঝতে না পেরে দ্রুতগতিতে যাওয়ার সময় ওই মাটির ঢিবিতে ধাক্কা লাগে বাইকের।
ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়ে যান আরোহী। রাস্তায় পড়েই তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তপাত শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারান। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন কাঁচরাপাড়া মিলনী ক্লাবের সদস্যরা। তাঁদের তৎপরতায় প্রথমে আহত যুবককে কাঁচরাপাড়া পলি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর দেওয়া হয় বিজপুর থানায়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় আহতকে দ্রুত কল্যাণী জে এন এম হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, আহত মোটরসাইকেল আরোহী কল্যাণীর বাসিন্দা। দুর্ঘটনার সময় তাঁর শরীরে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকার সোনার গয়না ছিল বলেও দাবি স্থানীয়দের। যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাইপ বসানোর কাজ শেষ হওয়ার পর রাস্তা সুরক্ষিত করার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাতের বেলা কোনও সতর্কতামূলক সাইনবোর্ড বা আলোও ছিল না। প্রশাসনের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের।
ঘটনায় তদন্ত শুরু করেছে বিজপুর থানার পুলিশ।