Bangla Hunt Digital

কাঁচরাপাড়ায় পর পর তিনটি বিস্ফোরণ! বোমায় উড়ল হাত

কাঁচরাপাড়ায় পর পর তিনটি বিস্ফোরণ! বোমায় উড়ল হাত

বাংলাহান্ট ডেস্কঃ কাঁচরাপাড়ায় পর পর তিনটি বোমা বিস্ফোরণ। আজ, রবিবার দুপুরে কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণিতে একটি কাগজ বিক্রির গোডাউনো রাখা ছিল বোমা। বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাস্থাল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে।

রবিবার সকালে গান্ধী প্রাইমারি স্কুলের পাশে একটি কাগজের গোডাউনে আচমকা পরপর তিনটি বিস্ফোরণ কেঁপে উঠে গোট এলাকা। আগুন ধরে যায় গোডাউনে। ঘর থেকে বেরিয়ে স্থানীয়রা দেখেন রাস্তা ভর্তি রক্ত। গুরুতর জখম অবস্থায় পড়ে দুজন। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে তাঁদের হাত। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বীজপুর থানার পুলিশ। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার-সহ অন্যান্যরা। তড়িঘড়ি আতহদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন বিশালবাহিনী। তবে দোকানের বাইরে থেকে বোমা ছোঁড়া হয়েছে, নাকি দোকানের জিনিসের মধ্যেই মজুত ছিল বোমা, তদন্তে পুলিশ ।

আরো পড়ুন- ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! ইস্তফা দিয়ে আগামিকাল এনডিএতে নীতীশ?

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গোডাউনের পাশে বাচ্চাদের স্কুল রয়েছে। পাড়াতে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা ধূলা করে। এদিন রবিবার থাকা স্কুল বন্ধ ছিল। না হলে আরও বড় বিপদ হতে পারত। আমরা চরম আতঙ্কে রয়েছি। এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

স্থানীয় কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার বলেন, শান্ত কাঁচরাপাড়াকে এভাবে অশান্ত করার চেষ্টা হচ্ছে। কী করে এরকম ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। পুলিশ ঘটনার তদন্ত করছে।

গোটা বিষয় নিয়ে বলেন ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং বলেন, আমিও গোটা বিষয়টি শুনেছি। আমাদের পুলিশ কমিশনার খুব সক্ষম। দ্রুত দোষীরা ধরা পড়বে।

Related Post