হু হু করে বাড়ছে সবজির দাম। মানুষ খাবে কী? উঠছে প্রশ্ন। বাজারে গিয়ে কিছু কিনতে গেলেই যেন নাভিশ্বাস উঠে আসছে সাধারণ মানুষের। এহেন পরিস্থিতি শেষ কবে হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে।
বর্ষার মরসুমে হু হু করে বাড়ছে সবজির দাম (Vegetables Prices) । বাজারে আনাজপাতি কিনতে গেলেই রীতিমতো ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ।
আরো পড়ুন- কুন্তল ঘোষের সঙ্গে টাকার লেনদেন…সব ফাঁস করলেন সায়নী ঘোষ!
অন্যান্য শহরগুলির পাশাপাশি দিল্লির ছবিটাও ঠিক একই আছে। হাকিম রেহমান নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, ‘গত ১০ দিনে বেড়েছে সবজির দাম। আগামী ২০ দিন টমেটোর দাম বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী মাসে টমেটোর নতুন ফসল বাজারে আসার সাথে সাথে দাম কমে যাবে।‘