'লক্ষ্য একটাই মানুষের পাশে থাকা'! রাজ্য সভাপতি বাবান ঘোষ - Bangla Hunt

‘লক্ষ্য একটাই মানুষের পাশে থাকা’! রাজ্য সভাপতি বাবান ঘোষ

By Bangla Hunt Desk - June 15, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত :- বিধ্বংসী ঝড় আমফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত হিঙ্গলগঞ্জের শুকিয়া ও সুন্দরবনের শুলকুনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী ও ত্রিপল তুলে দিলো ভারতীয় জনতা পার্টির ট্রেড ইউনিয়ন হিসেবে পরিচিত BJMTU। সংগঠনের রাজ্য সভাপতি ‘বাবান ঘোষের’ নির্দেশকে মান্যতা দিয়ে আজ এই বিশেষ কর্মসূচি পালন করলেন বারাসাত BJMTU জেলা প্রেসিডেন্ট ও তার কর্মীরা। এই কর্মসূচিতে BJMTU স্টেট কমিটির বেশ কিছু বলিষ্ঠ নেতৃত্বও উপস্থিত ছিলেন।

তাদের এই অভিনব কর্মসূচিকে কেন্দ্র করে BJMTU এর রাজ্য সভাপতি ‘বাবান ঘোষ’ জানান “বিজিএমটিইউ শুধুমাত্র শ্রমিকদের পাশে থাকে না, বিপদের দিনে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ ও দায়বদ্ধতা রাখে। তিনি আরো জানান মানুষের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য”।
ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের এই অভিনব কর্মসূচিকে সাধুবাদ জানায় এলাকার মানুষজন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর